রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাজনু’র উদ্যাগে কেক কাটা ও দোয়া মাহফিল

বুধবার, ১১ নভেম্বর ২০২০ | ৫:০৫ অপরাহ্ণ

যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাজনু’র উদ্যাগে কেক কাটা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগ এর উদ্যাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (১১ই নভেম্বর) সকালে নগরীর ২নং রেলগেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাজনু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ এর ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এর প্রতিষ্ঠা হওয়ার পিছনের কারণ হিসেবে যদি দেখতে চাই তাহলে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের দিকে তাকাতে হয়। যুব সমাজের কথা উপলব্ধি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি ভাইয়ের নেতৃত্বে এই যুবলীগের সৃষ্টি হয়।যুবলীগের রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি। আজকে এই সংগঠন দেশের দুর্বিপাকে দেশের আপামর জনতার জন্যে কাজ করে যাচ্ছে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাড়া শহীদ মিনার থেকে একটি র‍্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ-সভাপতি এড. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুল কাদির, ১১নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি চঞ্চল মাহমুদ ও সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন