শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, কনের মামার জরিমানা

মো: জিয়াউর রহমান :

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | ১১:৫৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের  হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, কনের মামার জরিমানা

আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্য বিয়ে। সেই সাথে কনের মামাকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। বুধবার রাতে উপজেলার সদর পৌর সভার দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, গোপনে খবর আসে দাসপাড়া গ্রামের আবু তারের মেয়ে উম্মেহানী আক্তার হিমতির (১৬) সাথে একই উপজেলার দিঘলদী গ্রামের মিজানুর রহমানের ছেলে ওমর ফারুকের সাথে (৩০) বিয়ের অনুষ্ঠান চলছে। লকডাউন থাকায় রাত ৯টায় বরযাত্রী আসে মেয়ের বাড়ীতে। এই সময় ম্যাজিস্ট্রেট হানা দিলে সবাই সটকে পড়ে। পরে বর ও কনেকে আটক করে উপজেলায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে এরা বিবাহ আর পড়াবেনা এই মুচলেকা দিয়ে ও কনের মামা অপরাধ করায় ২০ হাজার টাকা জরিমানা




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন