সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ দূর্নীতি ও অপরাধ নির্মূল করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামরুল ফারুক বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকাতে কোনো ধরনের অন্যায় মূলক ও অনৈতিক কর্মকান্ড করতে দেওয়া হবে না। আপনারা (সাংবাদিক ভাইয়েরা) আমাদের সহযোগিতা করবেন। গত রবিবার ৪ অক্টোবর রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইলেক্টিক টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইণ মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামরুল ফারুক বলেন, সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক থাকবে মধুর। শুধু সাংবাদিক না, সাধারণ জনগণের সঙ্গেও পুলিশের সম্পর্ক মধুর ও বন্ধুত্বসুলভ হতে হবে। “বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন” এর কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।