সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে একটি বাড়ীতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার লুট করে নিয়ে যাওয়ায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এসময় হামলাকারীদের ধারালো অস্ত্র আঘাতে একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া কালুহাজী রোড এলাকার ভুক্তভোগী রাজিয়া সুলতানা (৫৫) বাদী হয়ে হামলার ঘটনায় ৬ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং-২০১।
আসামীরা হলো, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার মো: মোতালিবের ছেলে মো: রাজু (৩২), মৃত আব্দুল মান্নানের ছেলে মো: রুবেল (৩০), আলীনুরের ছেলে মো: সাজ্জাদ (৩০), আব্দুল লতিফের ছেলে জোবায়ের (২৯), আফজালের ছেলে জিহাদ (৩১) ও মো: আনোয়ারের ছেলে সাকি (৩০) সহ আরো অজ্ঞাত ১০/১৫ জন।
অভিযোগে রাজিয়া সুলতানা উল্লেখ করেন, হামলাকারীরা গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া কালুহাজী রোড বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন আমার বাড়ীর সামনে জনৈক আবুল হোসেন মিয়ার অটো রিক্সার গ্যারেজে মাদক বিক্রি, সেবন ও উচ্চ স্বরে গান বাজনা করছিল। ওই সময় আমি, আমার স্বামী ও আমার ভাই মো: এমদাদুল হক ওরফে সোহেল (৫১) সহ গ্যারেজে গিয়ে আমরা প্রতিবাদ করে নিষেধ করে চলে আসি। পরে সন্ধার দিকে উক্ত বিবাদীগনসহ আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন দেশীয় অস্ত্র ধারালো দা, ছোরা, লাঠি, লোহার রড ও এসএস পাইপ সহ মোটর সাইকেল যোগে আমার বাড়ীতে প্রবেশ করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় আমরা তাদেরকে গালি-গালাজ করতে নিষেধ করলে তারা আমাদের এলোপাথারীভাবে মারধর করে নিলা ফুলা জখম করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমার ভাই মো: এমদাদুল হক ওরফে সোহেল আগাইয়া আসিলে তারা আমার ভাইকেও মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় বিবাদী রাজুর হাতে থাকা লোহার রড দিয়ে আমার ভাইয়ের মাথায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। আমাদের মারধর করে হামলাকারীরা আমার বাসার আলমারী ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ২ লাক ২৫ হাজার টাকা ও দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্নালংকার নিয়ে যায় এবং আমরা যদি পুনরায় তাদেরকে কোন বাধা প্রদান করি তাহলে আমাদের খুন জখম করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আমার ভাইকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকিল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।
এ অভিযোগের তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।