নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি জিএম সাদরিল। সোমবার ১৯ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি ও সাবির্ক বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন কাউন্সিলর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভারতের গনমাধ্যমে বাংলাদেশে কর্মরত ও ডেইলি ট্রাইবুনালের সাংবাদিক জাকির হোসেন, আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি অপু রহমান, বিজনেস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, ডেইলি কান্ট্রি টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আরিফ হোসেন, এই বাংলা.টিভি ব্যবস্থাপক আলী হোসেন, এশিয়ান টেলিভিশনের বদিউজ্জামান সহ অনেকেই।
কাউন্সিলল সাদরিল মতবিনিময়কালে বলেন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আমার এলাকার সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছি। আমি সবসময়ই মানুষের সেবা করে যেতে চাই। তিনি বলেন আমার ৫নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। দুঃসময়ে সাংবাদিকরা আমার পাশে ছিল। আমি সবসময় সাংবাদিকদের সহযোগীতা পেয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি বলেন, আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সমাজের ভালো মন্দগুলো তুলে ধরবেন। যাতে করে সমাজ উপকৃত হয়। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমি সব সময়ই কঠোর অবস্থানে যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শীগ্রই ব্যাবস্থা নেয়া হবে।
কাউন্সিলর সাদরিল আরো বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির কারনে দুরে ছিলাম, যারা বিপদে আমার পাশে ছিলো এখন তারাই আমার পাশে থাকবে। আমি তাদের পাশে থাকতে চাই। বর্তমানে যারাই আমি এবং আমার পরিবারের নাম বাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করছে এবং দলের সুনাম ক্ষুন্ন করছে তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করছি। আমরা সচ্ছ রাজনীতি করি। কোন হামলা ও প্রতিহিংসার রাজনীতি আমি পছন্দ করিনা। তাই সবার কাছে তিনি অনুরোধ করে বলেন যারাই দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করবে তাদের কোন ছাড় দেয়া হবে না।