শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এসিআই ওষুধ কোম্পানির গাড়িতে ছিনতাই

বুধবার, ২৭ মার্চ ২০২৪ | ১১:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে এসিআই ওষুধ কোম্পানির গাড়িতে ছিনতাই

সোলায়মান হাসান :
সোনারগাঁ উপজেলায় এসিআই ওষুধ কোম্পানির গাড়ি থেকে এক লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী।

বুধবার ইফতারির সময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাবিবপুর এলাকায় মারিখালী ব্রীজে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এসিআই এনিমেল হেলথ ওষুধ কোম্পানির ঔষধ সরবরাহকারী ডিএফসি তানভীর রহমান জানান, তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় বিক্রয় প্রতিনিধির চাহিদা মোতাবেক ওষুধ সরবরাহ করে থাকেন। আজ (গতকাল) সকালে থেকে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার ২০ টি ফার্মেসীতে ওষুধ সরবরাহ করে সাবদী যাচ্ছিলেন। পথে মাগরিব নামাজের আজানের পর ইফতার করার জন্য মোগরাপাড়া চৌরাস্তার হাবিবপুর এলাকার মারিখালী ব্রীজে তাদের কভারভ্যান (ঢাকা মেট্টো ১৮-৬৪৬৩) থামিয়ে চালক শরিফ সহ গাড়িতে বসেই ইফতার তারা করছিলেন। এমন সময় ৪ জন ছিনতাইকারীর ২ জন গাড়ির দুইদিক থেকে তার ও চালক শরিফের গলায় ছুড়ি ধরে ২০ টি ফার্মেসী থেকে কালেকশনের ১ লাখ ২০ হাজার ৪৫ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সাথে ধ্বস্তাধস্তির একপর্যায়ে তানভীরের ডানহাতের আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এ সুযোগে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানায় ভুক্তভোগী ডিএফসি তানভীর রহমান বাদী হয়ে তারাবি নামাজের পর একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসিন জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন