সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে স্ত্রীর সাথে পূর্ব শত্রুতার জেরে স্বামীকে মারধরের অভিযোগ পাওয়া
গেছে। স্বামীকে বাঁচাতে ছুটে আসলে তার স্ত্রী এবং ভাগ্নিকে শ্লীলতাহানীর
চেষ্টা করে হামলাকারীরা। উক্ত ঘটনায় গুরুতর আহত মোঃ রাসেল প্রাথমিক চিকিৎসা
শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এর
আগে গত ৫ অক্টোবর সোমবার রাতে নাসিক ৪নং ওয়ার্ডস্থ উত্তর আজিবপুর
এলাকায় অভিযোকারীর নিজ বাড়ীর সামনে হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রাসেলের প্রতিবেশী নূর মুন্সীর ছেলে আতিক,
তার ছেলে শাকিল, শাহজাহান সহ সাব্বির, তরিকুল, ইসহাক সহ অজ্ঞাত কয়েকজন
ঘটনার রাতে রাসেলের উপর অতর্কিত হামলা করে। এতে রাসেলে মাথায় গুরুতর
আঘাতপ্রাপ্ত হয়। এসময় রাসেলের স্ত্রী ও ভাগ্নি তাকে বাঁচাতে ছুটে আসলে
বিবাদীরা তাদেরকেও হাতে থাকা লাঠি দ্বারা আঘাত করে এবং তাদের পড়নের কাপড়-
চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানীর চেষ্টা করে। ভুক্তভুগীদের চিৎকারে
আশেপাশের লোকজন ছুটে আসলে বিবাদীরা হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, ঘটনা
তেমন জটিল না। এক পক্ষ অভিযোগ দিয়েছে, তদন্ত চলছে।