মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশ্ন থেকেই গেল ..

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | ৪:৩৮ অপরাহ্ণ

প্রশ্ন থেকেই গেল ..

নিউজ ডেস্ক: লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার ফেইসবুক ওয়াল থেকে নেওয়া লেখাটি হুবুহু তোলে ধরা হলো। #প্রশ্ন থেকেই_গেল কোথায় থেকে শুরু করবো? কি লিখবো? মাথা কাজ করছে না। মগজে এখন গোবর ভরে গেছে। কিন্তু মনে অনেক কথা জমে আছে। লিখতে গেলেই সব ঘোলাটে হয়ে যায়। যাবেই-না কেন? চারদিকের পরিপার্শ্বকতা যে শুধুই ঝটলা…! সবাই যেন জোট বেঁধে লেগেছে আমাদের বিরুদ্ধে…! এটা বলা যাবেনা, সেটা করা যাবেনা, এটা করলেনা কেনো? সেটা করলেনা কেনো? সব দোষ মনে হচ্ছে মিডিয়া কর্মীদের। কেনইবা বলবেনা , কারন তা শোনে পিছনে ঘুরে গিয়ে আপনাদের কন্ঠনালী চেপে ধরিনি কেন? দোষতো আমাদেরই । দেশে হরতাল, ভাংচুর, জ্বালাও-পুড়াও করছেন, অকথ্য ভাষায় গালাগালি করছেন, কি করতে পেরেছি আমরা। আপনাদের মাথায়তো এক বালতি গরম জলও ঢেলে দিতে পারলামনা। ভাইলীগ, কাউয়ালীগ, হাইব্রিট লীগ, সেএনপি, এএনপি, এ ফোরাম, সে ফোরাম কতো রং আর ঢংয়ের দলের চামচা আর হামচারাও সুযোগ পেয়ে গেছে। বেশি টাইট দিলে নাটের কিন্তু প্যাঁচ কেটে যায়…অবশ্য জানেন? আমাদের নিয়ে কুতকুত খেলা এবার দয়া করে বন্ধ করেন। নতুবা কিন্তু গর্ত থেকে বেড়াল বের হয়ে যাবে? আপনাদের কাছে মিনতি করছি। এ সুন্দর দেশটাকে আফগানিস্তান বানানোর চেস্টা কইরেন না। দু’দিনের এ রঙ্গ মেলায় কানার হাট বসিয়ে কি লাভ বলতে পারেন? জানি পারবেন না। ক্ষমতারমোহে অন্ধ হয়ে যাচ্ছেন। গালি দিবে আমায়…দিয়ে দেন..আরো বেশি করে দেন। মনে কি পরেনা ইতিহাসের পাতার লেখা গুলো..। অনেক রাজা হারিয়েছে রাজ্য, ক্ষমতবান আর শক্তিশালী ব্যাক্তি পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। ইতিহাস না হয় ভুলে গেলেন মেনে নিলাম। আমি দেখেছি আমার এ বাস্তব জীবনে ধ্বংস হয়ে যাওয়া অনেক ক্ষমতাধর ব্যাক্তিদের। আজ তাদের সন্তানরা কেউ বিক্রি করছে কাগজ আর কেউবা রাস্তায় যানজট নিরসন করে জীবিকা নির্বাহ করছে। আর যারা চুরি, ছিনতাই মাদকে আসক্ত হয়ে গেছে তাদের কথা নাইবা বললাম। এখনতো আবার শুরু করবেন হরেক রংয়ের গালি…। থাক আর বলতে চাইনা…!!! আপনার আশপাশের কবরস্থানে গিয়ে একা কিছুক্ষণ বসে থাকেন আর মনে মনে মাটির নিচে আপনার আপনজন যারা শোয়ে আছে তাদের কথা ভাবেন..। বুঝতে পারবেন মনের পরিবর্তন হয় কিনা। কিসের নেশায়, কিসের আশায় আজ এতো ক্ষমতা দেখাচ্ছেন? চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ..। কবর নামক মাটির দেশে গিয়ে কি জবাব দিবেন? নীরিহ শিক্ষককে পেটালেন, মহল্লার ছোট ছেলেটিকে হুমকি দিচ্ছেন হাত কেটে ফেলার …বাহ্ কি চমৎকার জনপ্রতিনিধি..!!?? কয়দিন দেখাবেন পেশিশক্তি? যাদের সর্বশান্ত করে ধ্বংসস্তুপে পরিণত করেছেন, খুব শীঘ্রই সেই ধ্বংসস্তুপ থেকে তারা বের হয়ে আপনার পিছনের চেয়ারটা সরিয়ে দিবেন, তখন কি হবে আপনার ভেবে দেখেছেন-তো? তিন চাক্কা পায়ের ধাক্কায় রিক্সা চালককে প্রশ্ন করতেই শোনতে হলো…!! লাকডাউন, সামাজিক দুরত্ব মেনে চলা অবশ্য উচিত। কিন্তু এসব নীতিবাক্য এক মুঠো অন্ন জোগার করে দিতে পারছেনা। রাস্তায় শো শো করে পাজারো গাড়ি গুলো আমাদের কানে গর্জন করে বলছে মর তোরা…বোকার দল আমাদের বাঁচাতে তোরা মরছিস কেন??!! সত্যিইতো…তাদের বাঁচাতে গিয়ে আমরা মরবো কেন? বাড়িওয়ালার বাড়ি ভাড়া, সন্তানদের প্রাইভেট টিচারের টাকা, বেঁচে থাকার জন্য খাবারে টাকা…ও.ও.ও মনে হলেই মাথার গোবর গুলো চপচপ করে কান্না শুরু করে। মরতে যখন হবেই সংগ্রাম করেই মরবো…।!! নস্ট বিবেকের কথা লিখে শেষ হবেনা…। রক্তের হুলি আর প্রতিহিংসা ছেড়ে মানবিক মানুষ কবে হবো আমরা সে প্রশ্ন যে আমার থেকেই গেলো..!!? লেখক- এমডি বাবুল ভূঁইয়া




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন