স্টাফ রিপোর্টার : সরকারী চাকরীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে মাঠে সক্রিয় ভুমিকা পালন করেছে নাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক দুর্নীতির বরপুত্র দুর্ধর্ষ সন্ত্রাসী মতিউর রহমান মতি ও নাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন।
আন্দোলন চলাকালীন অস্ত্র-শস্ত্র হাতে দলীয় সন্ত্রাসীদের নিয়ে রাস্তায় মহড়া দিয়েছে ওই গুণধর দুই কাউন্সিলর।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে। শেখ হাসিনার সাথে সাথে এই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পর এলাকায় মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গডফাদার খ্যাত শামীম ওসমান সাম্রাজ্যের সিদ্ধিরগঞ্জের সেকেন্ড ইন কমান্ড দুর্ধর্ষ সন্ত্রাসী কাউন্সিলর মতিউর রহমান মতি।
শামীম ওসমানের শেল্টারে মতি তার আত্মীয়-স্বজন সহ চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাতদের নিয়ে একটি সংঘবদ্ধ বাহিনী গড়ে তুলে সিদ্ধিরগঞ্জের অবৈধ আয়ের সেক্টরে স্বঘোষিত নিয়ন্ত্রকের ভুমিকায় আবির্ভূত হয়।
আদমজী ইপিজেড, ওরিয়ন ইন্ডাষ্ট্রিয়াল পার্ক, ডাচ্ বাংলা পাওয়ার প্লান্ট, সাত ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরী, ওয়েষ্টার্ন সিমেন্ট, ক্রাউন সিমেন্ট মিকচার ফ্যাক্টরী, রেলওয়ের শত কোটি টাকার জমি জবর দখল, পদ্মা ও মেঘনা তেলের ডিপোসহ ভুমি সেক্টর নিয়ন্ত্রন করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে বেশির ভাগ টাকা দেশের বাহিরে পাচার করেছে। ভারত-মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইতে ব্যবসা বাণিজ্য রয়েছে এই দুর্ধর্ষ সন্ত্রাসী মতির। অবৈধ অর্থ-সম্পদের জোড়ে সে মানুষকে মানুষই মনে করেনি।
এলাকাবাসী জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই মতি তার বাহিনী নিয়ে সড়ক ও মহাসড়কে সরব ছিল।
আন্দোলনকে ঘিরে গডফাদার শামীম ওসমানের নেক নজর পেতে ওসমানিয়া সাম্রাজ্যের নব্য সদস্য ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন মতির পথ ধরেই দল-বল নিয়ে রাজপথে নেমে আসে বৈষম্যবিরোধী প্রতিহত করার জন্য।
দুই বাহিনীর সন্ত্রাসীরা রাস্তায় মহড়া দিলেও ছাত্র-জনতার আন্দোলনে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট করে এই দুই সন্ত্রাসী বাহিনীর সদস্যসহ দুস্কৃতিকারীরা।
এলাকাবাসীর দাবী, থানা থেকে লুট হওয়া অধিকাংশ মালামাল নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া, বিহারী ক্যাম্পে ও ৭ নম্বর ওয়ার্ডর কদমতলী এলাকায় প্রবেশ করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে অচল করে দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করার জন্য এ হামলা ও লুটপাট চালিয়েছে বলে মনে করে সচেতন মহল। তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে বলে জানিয়েছেন এলাকাবাসী।