শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে যারা দাম্ভিকতা করেছিল তারা কোথায় : গিয়াস উদ্দিন

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | ৬:৩৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে যারা দাম্ভিকতা করেছিল তারা কোথায় : গিয়াস উদ্দিন

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমি সবসময় বলতাম কাপুরুষদের ভয় পাবেন না। যারা দাম্ভিকতা করেছিল তারা আজ কোথায়। তারা রাতের আধাঁরে পালিয়েছে। যতদিন তাদের শায়েস্তা করতে না পারি আমি আছি। শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাকে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্রদের গুলি করেছে। এদের ছাড়া যাবে না। আমরা আইন হাতে তুলে নেব না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন আরো বলেন, স্বৈরাচারের এমন পতন হয়েছে, যা ইতিহাসে কেউ দেখেনি। শুধু পতন নয়, নেতাকর্মীদের ফেলে বোনকে নিয়ে পালিয়ে গেছে। এটা ইতিহাসে লেখা থাকবে। তাকে স্বৈরাচার বানিয়েছে দলের নেতারা। অনেক ব্যবসায়ী, সাংবাদিক সুবিধা নেয়ার জন্য স্বৈরাচার বানিয়েছে। তাদের সবাইকে আমরা চিনি। এদের বিরুদ্ধে এ সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে। আমরা সরকারকে সমর্থন করবো। দেশের মানুষও সমর্থন করবে। লুটপাট যারা করেছে এটা স্বৈরাচারের লোকজনই করেছে। আমাদের নেতাকর্মীরা এগুলো করেনি।
সকাল ১০ টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে বিএনপি নেতাকর্মীরা শিমরাইল মোড়ে জড়ো হয়। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে ডাচ্ বাংলা ব্যাংক এলাকায় অবস্থান নেয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন