রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লাক লাক টাকা নিয়ে উধাও প্রতারক রাহাত আলম

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১০:৪২ অপরাহ্ণ

লাক লাক টাকা নিয়ে উধাও প্রতারক রাহাত আলম

মোঃ রাহাত আলম গ্রামের বাড়ি চাঁদপুর জেলা হাইমচড়ে অবস্থিত তার বাবার নাম মনু মিয়া মোঃ রাহাত আলম এক ব্যবসায়ীর কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে লক লক টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতারক রাহাত আলম কে ধরিয়ে দিন ভুক্তভোগীর মোঃ ইসমাইল আটি ওয়াপদা কলনী বৌ বাজার এর বাসিন্দা থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ
এ ঘটনায় ভুক্তভোগী ও ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার প্রস্তুতি চলছে মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রতারক রাহাত আলম ও তার পুরো ফ্যামিলি এই বিষয়ে জড়িত সরজমিনে গিয়ে দেখা যায় ব্যবসায়িকের টাকা আত্মসাৎ করে তাকে বিদেশে পাঠানো হয়েছে ব্যবসায়ীর এক পর্যায়ে প্রতারক মোঃ রাহাত আলম এর মা বাবা ও তার বড় ভাই সুমন তার মামা হেলাল টাকা সাথে জড়িত ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা জমি দেওয়ার নাম করে সুকৌশলে বাহির করে নেয় ব্যবসায়িক মোহাম্মদ দেলোয়ার বিশ্বাস করে ছিল তাকে নগদ ক্যাশ তাকে দেন এক নম্বর সাক্ষী হিসেবে ছিলেন মোহাম্মদ ইসমাইল সেই টাকার চাপে এখন ইসমাইল দিশেহারা ইসমাইল না বুঝে বন্ধুকে বিশ্বাস করেছিলো এটাই তার অপরাধ তাদের কথায় বিশ্বাস করে ছিলো বিশ্বাসের ঘরে একপরজায়h আগুন বাকিটা ইতিহাস আমি আগে জানতাম না যে তারা এত বড় প্রতারণা করবে আমার সাতে জানতাম না সেই টাকা দিয়ে আমি একেবারে পথে বসেছি একেবারে পথে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন