শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সামসুল হক খান স্কুল এন্ড কলেজে মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ৮:০০ অপরাহ্ণ

সামসুল হক খান স্কুল এন্ড কলেজে মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হাসানঃ

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের আয়োজনে মিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন । সামসুল হক খান স্কুল এন্ড কলেজের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি ওমর ফারুকের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ডঃ মাহবুবুর রহমান মোল্লা। গত ৮ অক্টোবর মঙ্গলবার এই টুর্নামেন্টের এবারের আসরের পর্দা উঠে আজ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়। ফাইনালে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহম্মদ সেলিম ভূঁইয়া।
টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠান প্রধান ড.মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমি মনে করি এবং বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে এবং শরীর ফিট রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা অত্যন্ত জরুরী যা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও তিনি বলেন সুস্থ দেহ সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে ।আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা খেলাধুলা করতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবাশাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সাবেক দিবা শাখার প্রধান শিক্ষক সোহরাব হোসেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন