শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | ২:১৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর শা‌য়েস্তা খান রোড এলাকায় নারায়ণগঞ্জ সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ৭ টি ইভেন্টে ২১ জন বিজয়ীসহ মোট ৪০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্যই ছিল জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জার্সি, সনদপত্র ও শুভেচ্ছা উপহার।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা গ্রন্থাগারিক দেবাশিষ ভদ্র, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিন, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ক্রীড়া সচিব কমর উদ্দিন আহমেদ, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অর্থ সচিব কাজী দলির উদ্দিন দুলালসহ শিক্ষকমন্ডলী।

এদিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকেরা দিনব্যাপী আনন্দ ও উৎসবের সাথেই এ প্রতিযোগিতা উপভোগ করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসার প্রতি গুরুত্ব আরোপ করে, ওদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর লক্ষে এ আয়োজন করা। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ে ক্রীড়া পরিদপ্তর, ঢাকা আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন