শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা ভন্ডুল করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে-নজরুল ইসলাম আজাদ

শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা ভন্ডুল করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে-নজরুল ইসলাম আজাদ

আড়াইহাজার প্রতিনিধি: বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘আজ আড়াইহাজারের সকল কারখানার দোকান মালিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। কেউ যদি এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে বাঁধা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা ভন্ডুল করতে চেষ্টা করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমাদের দলীয় কোন নেতাকর্মীদের বিরুদ্ধেও যদি বিশৃঙ্খলা, লুটতরাজ, ভাঙচুর, মিল ফ্যাক্টরীতে তালা ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বড় মনোহরদী এলাকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ এসব  কথা বলেন। সমাবেশ শেষে গাজীপুরা ও আড়াইহাজার পৌর সভার এলাকায় দৃবৃত্তর্দের দেওয়া তালা নিজে থেকে খুলে দেন।
যুবদল নেতা শাহদাত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাবেক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মো. উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, বিএনপি নেতা মাঈনউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন প্রমুখ। সভা শেষে নেত্রীর আশু রোগমুক্তি কামনা ও বেষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন