শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শেখ হাসিনা ও বাবুসহ ২৮১ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | ৬:৫৫ অপরাহ্ণ

আড়াইহাজারে  শেখ হাসিনা ও বাবুসহ ২৮১ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

আড়াইহাজর প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় বিএনপি নেতা মোঃ বাবুল মিয়া হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে (২২ আগষ্ট) দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি কায়সার, অয়ন ওসমান, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদারসহ ১৩১ আসামির নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জানানো হয়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ বাবুল মিয়া। আন্দোলন শেষে বাড়ি ফেরার সময় দুপ্তারা তাতীপাড়া ঈদগাহ এলাকায় নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাবুলের ওপর হামলা চালায় অভিযুক্ত সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন