সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুমোদনহীন ফিটনেছ পারমিটবিহীন জিপিরনামে চাদাবাজি প্রশাসনের নাকের ডগায় সিদ্ধিরগঞ্জ সি আই খলা কে এই চাঁদাবাজ মাসুদ

মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | ৮:০৯ অপরাহ্ণ

অনুমোদনহীন ফিটনেছ পারমিটবিহীন  জিপিরনামে চাদাবাজি প্রশাসনের নাকের ডগায় সিদ্ধিরগঞ্জ সি আই খলা কে এই চাঁদাবাজ মাসুদ

নিজস্ব সংবাদদাতাঃ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ সি আই খলা এলাকায় কে এই মাসুদ পরিবহন বাস মালিক সমিতির অনমোদন না নিয়ে কাউন্টার মালিক সমিতির অনমোদন না নিয়ে রোড পারমিট বিহীন নামে বেনামের বেনারের নাম ব্যবহার করে জিপির নামে প্রতিটি বাস থেকে চাঁদা আদায় টিকিট কমিশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রসাশনের নাকের ডগায়

সুত্রে জানাযায় সিদ্ধরগঞ্জে সিআই খলা কাঠেরপুল এলাকায় মাসুদ গত দুই বছর যাবত এই চাঁদাবাজি অব্যহত রেখেছে প্রতিদিন জিপি বাবদ প্রতিটি বাস হতে ছয়শত টাকা করে টিকিট প্রতি পঞ্চাশ/একশত হারে প্রতিদিন প্রায় ষাট হাজার টাকা আদায় করছে বাসের জিপি একমাত্র মালিক/শ্রমিক সমিতি নিতে পারে গত দুই বছরে প্রায় দুইসকোটি টাকা হাতিয়ে নিয়েছে এই মাসুদ উক্ত ব্যাপারে বাসমালিক সমিতির মহাসচিব অবগত হয়ে নির্দেশনার ভিত্তিতে দপ্তর সম্পাদক বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে রহস্যজনক কারনে প্রশাসন নিরব উক্ত বিষয়ে এডিশনাল আইজিপি হাইওয়ে প্রধান এবং ঢাকারেন্জ ডি আই জি ও পুলিশ সুপার নারায়নগঞ্জ কে পুনরায় অভিযোগ করেন মালিক সমিতি পরিবহন মালিক সমিতির মহাসচিব জানান ওসি সিদ্ধরগঞ্জ যদি মামলা না নেয় আমলা পুলিশ প্রধান আইজিপির সাথে কথা বলব প্রয়োজনে স্ব-রাষ্ট মন্ত্রীর সাথে বিষয়টি জানাব কারন অনুমোদন না নিয়ে বেনার চালানো আইন বহিঃবোত এবং চাঁদাবাজি অন্যায়মূলক কাজ পুলিশ সুপার জানান তদন্তকারি কর্মকর্তা বিষয়টি সত্যতা পেয়েছে আমরা ব্যবস্থা নিব এদিকে ওসি সিদ্ধিরগঞ্জ ব্যপারটা শুধু দেখছেন রহস্যজনক কারনে সময়ক্ষেপন করছেন এদিকে চাঁদাবাজ মাসুদ বলে বেরাচ্ছে আমি থানা ম্যানেজ করেই ব্যবসা করছি এবং আমার সাথে নেতারা রয়েছে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন