সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জামপুরে আলম টায়ার কোম্পানির বালু ভরাটের গাড়ি বন্ধের জন্য মানববন্ধন করেন এলাকাবাসী।

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | ৯:২৮ অপরাহ্ণ

জামপুরে আলম টায়ার কোম্পানির বালু ভরাটের গাড়ি বন্ধের  জন্য মানববন্ধন করেন এলাকাবাসী।

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে কােবাগা এশিয়ান হাইওয়ের রাস্তা হতে তালতলা রাস্তার মাঝামাঝি আলম টায়ার কোম্পানি বালু ভরাটের জন্য দশ চাকার গাড়ি চলাচলে রাস্তা ভেঙে যায় জনগণ অটো রিক্সা ও সিএনজি চলাচলে অসুবিধা হচ্ছে ও বালু ভরাটের গাড়ি বন্ধের জন্য এলাকাবাসী মানববন্ধন করেন।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ের তালতলা রাস্তায় এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।
এ সময় অটো সিএনজি ডাইবার ও এলাকাবাসী সহ অসংখ্য সাধারণ লােক অসংশগ্রহণ করেন।

এ সময় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ কোবাগা এশিয়ান হাইওয়ের তালতলা রাস্তার মাঝামাঝি আলম টায়ার কোম্পানি এই রাস্তা দিয়ে দশ চাকার বালু ভরাটের গাড়ি দিয়ে বালু ভরাট করে যাচ্ছে। এতে করে রাস্তাটি পুরো ভেঙে যায় ফলে এই রাস্তা দিয়ে চলাচলে ব্যাঘাট ঘটছে ও অটো রিক্সা সিএনজি চলাচল করতে পারছে না। তাই আজ আমরা এলাকাবাসী এক হয়ে সবাই রাস্তায় দাড়িয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করি। এবং এ রাস্তাটি যাতে করে পুণরায় মেরামত ও সংস্থার করে যান বাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন