সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর কোনাপাড়া জামে মসজিদে বিএনপি নেতা টি.এইচ তোফার মনগড়া আলোচনা, বা, তাদের সুনাম না-করলে ইমামের চাকুরী থাকে না বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুব সমাজের অভিযোগ, প্রতিবাদ জানালে মামলা-হামলা করে হয়রানী করেন ওই বিএনপি নেতা। এমন পরিস্থিতি থেকে পরিত্রান চায় এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার যুব সমাজ ও মুসুল্লীরা জানায়, টি.এইচ তোফা আজিবপুর কোনাপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে প্রায় ১০/১২ বছর। এই মসজিদে ইমামের দায়িত্ব পালন করতে যারা আসেন, তাদেরকে মসজিদ কমিটির ইচ্ছামত মনগড়া বিষয়ে জুম্মার খুতবায় আলোচনা করতে বাধ্য করা হয়। কোন ইমাম তা না করলে এক সপ্তাহের মধ্যেই ঐ ইমামকে চকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মসজিদের বিভিন্ন অনুদানের অর্থ তোফা’সহ কমিটির লোকজন লুটপাট করে বলে অভিযোগ যুবসমাজের। জানা যায়, অভিযুক্ত টি.এইচ তোফা সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক দলের প্রভাব দেখিয়ে মসজিদে নিজের ইচ্ছামত নিয়ম-কাণুন অর্পন করেন বলে অভিযোগ স্থানীয়দের।