গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা
(জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে)
গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা
তোমার শুভ জন্মদিনে আমাদের প্রার্থনা
তুমি বেঁচে থাকো হাজার বছর এই বাংলা
তোমার কীর্তি জাগ্রত থাকুক সর্বদা।
গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা
তুমি আমাদের সকল সময়ে প্রেরণা
তুমি আমাদের ভালোবাসার অন্তর আত্মা
তোমার চিন্তা চেতনা আমাদের পথ চলা।
গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা
তোমার শুভ জন্মদিনে আমাদের কামনা
বাংলাদেশ বাঙালির কল্যাণে তোমার কর্মধারা
আরও বেগবান হোক এই আমাদের প্রত্যাশা।
গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনা
তুমি বেঁচে থাকো হাজার বছর এই বাংলা
তোমার গভীর ভালোবাসা আর মমতা
আমাদের পথ চলায় যোগায় শক্তি সাহস প্রেরণা।
*********************************************************************************
তোমার শুভ জন্মদিনে
( দেশরতœশেখ হাসিনার শুভ জন্মদিনে)
তোমার শুভ জন্ম দিনে
শুভ্র মেঘেরা আকাশে উড়ে চলে
পূর্ণিমার রাতে চাঁদ আর তাঁরার সাথে
লুকোচুরি খেলা করে।
তোমার শুভ জন্মদিনে
কাশফূল বাতাসে দোলে
রোদ বৃষ্টি খেলা করে
নীল আকাশে পাখিরা ওড়ে।
তোমার শুভ জন্মদিনে
নদীর মাঝে ঢেউ খেলে
আনন্দে আনন্দে মন দোলে
ঢেউয়ের তালে তালে ¯্রােতের সাথে।
তোমার শুভ জন্ম দিনে
শরতের নীল আকাশে
শুভ্র মেঘের সাথে পাখিরা ওড়ে
জল পাইয়ের ঘ্রাণে ঘ্রাণে মন যায় ভরে।
তোমার শুভ জন্মদিনে
শরতের দম্কা হাওয়া
জন্মদিনের আনন্দ বার্তা
দোলা লাগে মনে।
তোমার শুভ জন্মদিনে
বাংলা আর বাঙালির মনে
আনন্দ উৎসবের ঢেউ বহে
সবকিছু ছাপিয়ে সারাদিন ধরে।