বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে আড়াইহাজারে মস্তক বিহীন লাশের পরিচয় মিলেছে, পার্শ্ববর্তী খাল থেকে মাথা উদ্ধার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ৭:০১ অপরাহ্ণ

অবশেষে আড়াইহাজারে মস্তক বিহীন লাশের পরিচয় মিলেছে, পার্শ্ববর্তী খাল থেকে মাথা উদ্ধার

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকা থেকে্ উদ্ধারকৃত মস্তক বিহীন লাশের পরিচয় মিলেছে। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরদূর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের পুত্র হালিম খান (২৫)। তিনি ১৫ ডিসেম্বর নিজ বাড়ী থেকে চাকুরীর খোঁজে বের হয়েছিলেন বলে তার দূঃসম্পর্কের চাচা আ. রাজ্জাক জানান।

এর আগে ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশে চক থেকে হালিমের মস্তক বিহীন ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। এর পর থেকে তার পরিচয় সনাক্ত করার জন্য পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা চেষ্টা করতে থাকে। অবশেষে ১৮ ডিসেম্বর নিহতের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় আইনশৃংখলা বাহিনী।

আড়াইহাজার থানায় আসা নিহতের দূঃসম্পর্কের চাচা আ. রাজ্জাক জানান, নিহত হালিম গত প্রায় এক বছর আগে কাতার প্রবাস থেকে দেশে আসার পর থেকে বেকারত্বে ভুগছিল। ১৫ ডিসেম্বর সে একটি চাকুরীর খোঁজে বাড়ী থেকে বের হলে ১৬ ডিসেম্বর সকালে উল্লিখিত ঘটনাস্থল থেকে তার মস্তক বিহীন লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আড়া্থইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি। লাশের শাহাদাত ও তর্জনী আঙ্গুল বিচ্ছিন্ন ছিল।

তিনি আরও জানান, কে বা কারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানায়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় খাল থেকে হালিম খানের মাথা উদ্ধার করা পুলিশ। স্থানীয় মৎস্যজীবী খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে পলিথিনে মোড়ানো মাথা ও একটি রামদা পায়। পরে পুলিশে খবর দিলে এসআই মাহবুব সুরতহাল রিপোর্ট তৈরি করে আলামত সমূহ থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন