বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | ৪:৩৭ অপরাহ্ণ

আড়াইহাজারে জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল

আড়াইহাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা শাখার সাবেক আমীর , প্রবীন রুকন, অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক , মাওলানা ফাইজদ্দীন মাস্টার (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ২টায় তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেও ৪ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। তার মৃত্যতে জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক, জেলা জামায়াতের সমাজকল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা, আড়াইহাজার উপজেলা দক্ষিনের আমীর মাওলানা হাদিউল ইসলাম, মাধবদী থানার আমির মাওলানা আমিনুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি ১৯৮৯ সালে জামায়াতের আড়াইহাজার উপজেলা শাখার আমীরের দায়িত্ব পালন করেন। বুধবার বাদ জোহর মনোহরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, ফাইজউদ্দিন মাস্টার ছাত্রজীবনে তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর সহকর্মী ছিলেন। ছাত্র জীবন থেকেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন