
আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে গনডাকাতি সংঘঠিত হয়েছে। ২ বাড়িতে ডাকাতি করতে ব্যার্থ হয়েছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে গনডাকাতি। ডাকাতির ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
পুলিশ এলাকাবাসী ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে , রাতে প্রথমে ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল জামালের বাড়িতে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, ১টি মোবাইল, পরে একে একে নূর মোহাম্মদের বাড়ি থেকে ১০ হাজার টাকা, ৩ টি মোবাইল, তাসলিমার বাড়ি থেকে ৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন, লিটনের বাড়ি থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল, কানের দুল ও একটি চেইন লুট করে নিয়ে যায়।
এই ৪টি বাড়ীর প্রত্যেকেই দিনমজুর। এই সকল বাড়ীতে ডাকাতি হওয়ায় নীরহ মানুষ আতংকে ভুগছে। অপর দিকে শম্ভুপুরা গ্রামে বাচ্চু এবং ওয়ালিদের বাড়ীতে হানা দিলেও কিছু নিতে পারেনি। বাড়ি তছনছ করে চলে গেছে ডাকাতদল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।