মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে আড়াইহাজারবাসী ও দেশ-বিদেশের সকল বাংলাদেশীসহ সকল জিয়ার সৈনিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব রিয়াদ প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব।
এক শুভেচ্ছা বার্তায় আহসান হাবিব বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র। তিনি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের জানিয়েছেন শ্রদ্ধা ও সালাম।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশের অকুতোভয় বীর মুক্তি যোদ্ধারা বিজয়ী হন। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস। এ দেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য। রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেম লালন করেছেন আজকের এ মহান দিনে আমি সেসব অকুতোভয় বীর সেনাদের স্বশ্রদ্ধা জানাই।