আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিশনন্দী ফেরিঘাট এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার আখাউড়া গ্রামের ওসমান গনির মেয়ে সামসুন্নাহার (২৮) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালীপুর গ্রামের মৃত হাসেম মিয়ার মেয়ে পান্না বেগম (৫০)। পান্না বেগম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনাপুর এলাকার সোহেলের বাড়ির ভাড়াটিয়া।
গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাতুব্বর জানান, তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩ কেজি করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক আইনে মামলা দিয়ে আসামিদেরকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করা হয়েছে।