নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত দুই জনকে হত্যার দায়ে অভিযুক্ত আড়াইহাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ফতুল্লার দক্ষিণ সস্তপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হয়ে আমরা রাত আনুমানিক দশটায় ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করি।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, ‘গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরও কোন মামলা আছে কিনা আমরা অনুসন্ধান করছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করে আগামীকাল জেলা আদালতে প্রেরণ করা হবে।’
জানা গেছে, সাইফুল ইসলাম স্বপন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ থেকে টানা চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ও ঘনিষ্ঠজন ছিলেন। সাবেক এম পি বাবুর আশীর্বাদেই স্বপন দুইবার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাবুর সমর্থনে সর্বশেষ নির্বাচনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম স্বপনের বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামে। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন।