বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা,স্বর্ণালঙ্কার লুট

বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | ৭:০৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা,স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের কুমারবাগ এলাকার মো. আজাহার (৬০) এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাহার কুমিরবাগ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। ঘটনার দিন রাত আড়াইটায় বসতঘরের দরজার সিটিকিনি ভেঙ্গে ১৫—২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় ডাকাত দেখে আজাহার ও তার স্ত্রী গোল আক্তার ডাক চিৎকার করার চেষ্টা করলে তাদেরকে পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায় । ডাকাত দলের প্রত্যেকের পরনে হাফ প্যান্ট, গেঞ্জি এবং মুখোশ পরিহিত ছিল। তাদের সাথে ছিল বিভিন্ন দেশীয় অস্ত্র ছুরি ও রাম দা। আহত আজাহার জানান, ডাকাত দলের প্রত্যেকে নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসন জানান, ডাকাতির ঘটনাটি শুনেছি। ডাকাত গ্রেফতারে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন