নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার সদর পৌরসভার মুকুন্দি গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো আড়াইহাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল রহমান (৪০), একই ওয়ার্ডের তাতী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম (৫০), একই ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন (২৫) ও ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম মিয়া (৪২)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ—পরিদর্শক আতিকুর রহমান জানান, মামলার অধিকতর তদন্তের জন্য বুধবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতের আবেদন করা হয়েছে।