রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বীরমুক্তিযোদ্ধার কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগ, থানায় অভিযোগ

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ৫:২৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বীরমুক্তিযোদ্ধার কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগ, থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা, বীরমুক্তিযোদ্ধার মুছা মিয়ার নিকট থেকে ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মুছা মিয়া বাদী হয়ে বুধবার বিকালে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুছা মিয়া অভিযোগ করেন, রামচন্দ্রদী গ্রামের মৃত মান্নান ভুইয়ার ছেলে জিলানী (৪০) ও হানিফা (৩৫ ) সহ অজ্ঞাত আরো ১০/১২ জন মিলে আমার মিল থেকে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদাদাবী করে আসছিল । আমি রাজী না হওয়ায় বুধবার বিকালে এরা লোকজন নিয়ে আমার টেকা্রইল এন্ড সাইজিং মিলে জোর করে প্রবশে করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং কর্মচরাীদের এই বলে হুমকি দিয়ে আসে চাঁদা না দিলে আমাকে এবং আমার পরিবারের লোকদের জীবনে মেরে ফেলবে এবং মেইলে তালা মেরে দেওয়ার হুমকি দেয়। এতে আমার পুরো পরিবার আতংকের মধ্যে আছি।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন