শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৫:০৭ অপরাহ্ণ

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

নাজমুল হাসান :
তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাষাড়া, ফতুল্লা, নারায়নগঞ্জ, চন্দ্রা, জয়দেবপুর, কড্ডা, কোনাবাড়ি গাজীপুর, গুলশান, ঢাকা, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা গত ০৮ সেপ্টেম্বর, ২০২৪ হতে ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২,২৬৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৯.৪ কিলোমিটার পাইপ অপসারণ করা হয়েছে । এতে দৈনিক প্রায় ৮,৪৪,৪১৭ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ৬৬.২০ লক্ষ টাকা।

অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিতাস গ্যাসের আওতাধীন হাতিমারা, কাশিমপুর জেলখানা রোড, কোনাবাড়ী, জিরাবো, সাভার, টঙ্গী, গাজীপুর, ভালুকা, ময়মনসিংহ, ধানমনন্ডি, ঢাকা, নারায়নগঞ্জ ও সোনারগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০১টি বাণিজ্যিক ও ১,২২৮টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন এবং প্রায় ০৪ কিলোমিটার অবৈধ পাইপ লাইন অপসারন করা হয়েছে। এতে দৈনিক প্রায় ৪,২০,৩৪৮ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মাসিক মূল্য ২৮.৫০ লক্ষ টাকা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন