রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গৃহবধুর লাশ উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি:

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২:৫২ পূর্বাহ্ণ

আড়াইহাজারে গৃহবধুর লাশ উদ্ধার

আড়াইহাজারে আনজুমান (২২ ) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনজুমান ওই গ্রামের প্রবাসী মাসুদ মিয়ার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ৪ বছর আগে মাধবদী থানার চরদিঘলদী গ্রামের মাইনউদ্দিনের মেয়ে আনজুমানের সাথে উপজেলার গাজীপুরা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাসুদের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল। এরই মাঝে মাসুদ বিদেশে চলে যায়। মাঝে মধ্যে দেশে আসতো। নিহতের মীম নামের ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন তাদের পরিবারের লোকজনের সাথে ঝগড়া হয়। কিছুক্ষণ পর তার লাশ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। পুলিশ আসার আগেই শ্বশুর বাড়ীর লোকজন নামিয়ে ফেলে। পরে ময়না তদন্ত করতে পুলিশকে বারণ করে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, নিহতের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি রহস্য জনক। ময়না তদন্তের পর বলা যাবে হত্যা না আত্মহত্যা। বর্তমানে অপমৃত্যুর মামলা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন