বিজয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আঃ হাই বলেন, আমি আঃ হাই, পিতা – আঃ জাব্বার, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের বাসিন্দা। ২৮ আগস্ট ( বুধবার) বিজয় পত্রিকায় প্রকাশিত ” আড়াইহাজারে মসজিদের মুসল্লিকে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর” শিরোনামে ছাপানো একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের এক অংশে আমাকে জড়িয়ে সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে। তাছাড়া প্রতিপক্ষ জহিরুল ইসলাম এ ঘটনায় আড়াইহাজার থানায় আমার নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। আমি এ মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ ও সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সোমবার সকালে যে ঘটনার বিষয়ে অন্যান্যদের সাথে আমাকে অভিযুক্ত করা হয়েছে, মূলত সোমবার এ ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।
উক্ত দিনে আমি আমার কর্মস্থল ঢাকার বিভিন্ন এলাকায় অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। যা আমার অফিস কর্তৃপক্ষ ও সহকর্মীদের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন। অহেতুক আমাকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিপক্ষ শফর আলী ও তার পরিবার নানাভাবে আমার পরিবারের সদস্যদেরকে জুলুম, নির্যাতন ও অত্যাচার করছে। এমনকি আমার মা-বাবাকে কয়েকবার তারা নির্বিচারে মারধর পর্যন্ত করেছে। বারংবার আমরা ধৈর্য্য ধরেছি। কিন্তু তারা আমাকে হয়রানি করতে একেরপর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এ মিথ্যা অভিযোগ তারই একটি অংশ বলে আমি মনে করি। তাই তদন্তকারী অফিসারকে অনুরোধ জানাবো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।আর জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাবো আপনারা সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে সকলে উপকৃত হবে।