আড়াইহাজার প্রতিনিধি: নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার দায়ে খুনি হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ । সকাল থেকেই উপজেলা সদরে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, পলাতক খুনি হাসিনাকে দেশের মাটিতে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলছে চলবে। হাসিনার দালাল বিনা ভোটের এমপি কুখ্যাত বাবু আড়াইহাজারে প্রতিটি ক্ষেত্রে দলীয় করণের মাধ্যমে উপজেলার সাত লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছিল। আমার কাছে খবর আছে বাবুর দালাল লাক মিয়ার গাড়ি দিয়ে নিরাপদ স্থানে সটকে পড়েছে। বাবুর দালালদের বলতে চাই সাবধান হয়ে যাও, আমরা গণতান্ত্রিক আড়াইহাজার গড়তে অঙ্গীকারবদ্ধ। আড়াইহাজারের মাটিতে কোনো দালালের ঠাঁই নেই। লাক মিয়াসহ এসব দালালদের বলতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে কুখ্যাত বাবুকে নিয়ে আসেন না হয় আড়াইহাজার বাসী এর কঠোর জবাব দিতে প্রস্তুত আছে।
আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু,আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, এড. সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু কালাম , বিশন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।