শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে দূর্বৃত্তদের আগুনে পুড়ল কারখানা, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | ৮:৪১ অপরাহ্ণ

বন্দরে দূর্বৃত্তদের আগুনে পুড়ল কারখানা, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের বিজয় ও শেখ হাসিনার পদত্যাগের পর বন্দরে একটি কারখানায় অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এ সময় কারখানার কর্মচারীরা আগুন নিভাতে গেলে তাদের মারধর করে দূর্বৃত্তরা।
এমনকি তাদের হামলা ও মারধর থেকে রেহাই পাননি কারখানার মালিক মালিক কাজী মারুফ হোসেন ও তার স্ত্রী। গত সোমবার বন্দর থানার সোনাচড়া এক নাম্বার ডিসি মিল এলাকায় মেসার্স ব্রাদার কনজ্যুমার প্রোডাক্ট নামে একটি কারখানায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছেন বলে দাবি করেন কাজী মারুফ হোসেন।
কাজী মারুফ আরও বলেন, বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার করে ও সুদে টাকা এনে কারখানাটা চালু করেছিলাম, দুর্বৃত্তরা আমার এই কারখানা পুড়িয়ে দেওয়াতে আমি ও আমার পরিবার পথে বসে গেলাম কি করে এই ধার দেনা শোধ করবো তা ভেবে পাচ্ছি না।
তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় তিনি এ ঘটনায় কোনো পুলিশি সহয়োগীতা পাচ্ছেন না। এঘটনায় কোনো অভিযোগ বা মামলাও করতে পারছেনন্ াতিনি। আতংকে দিনাতিপাত করছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন