বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি ৬০ লাখ টাকা আত্মাসাত করার গুরুতর অভিযোগ উঠেছে। সার্জেন শফিউল আজম শোভন এর বিরুদ্ধে।

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:২০ অপরাহ্ণ

সরকারি ৬০ লাখ টাকা আত্মাসাত করার গুরুতর অভিযোগ উঠেছে। সার্জেন শফিউল আজম শোভন এর বিরুদ্ধে।

বিস্তারিত আইনের রক্ষক যখন বক্ষক হয়ে আইনের চোখ ফাকি দিয়ে দিনের পড় দিন করে যাচ্ছে প্রতারনার ম্যাধমে সরকারি অর্থ আত্মাসাত করছে।
তেমনি একজন ট্রাফিক সার্জেন এর নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক অফিসে প্রসিকিউশন শাখায় দায়িত্ব রত থেকে, বিভিন্ন ধরনের যানবাহনের, ৮০০/৯০০। মামলার জরিমানার নগদ ৬০০০০০ লাখ টাকা নারায়ণগঞ্জ জেলা সরকারি কোষাগারে, জমা না দিয়ে নিজ হেফাজতের রেখে দেয়, উক্ত অভিযোগের সুত্র ধরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর নির্দেশে গোয়েন্দা পুলিশ ৩০-১ – ২০২৩ ইং তারিখে অভিযুক্ত সার্জেন শফিউল আজম শোভন কে পুলিশ সুপার কার্যালয়ে এনে, বেপক ভাবে জিজ্ঞসাবাদ করে এবং অভিযুকত সার্জেন তাহার অপরাধের কথা সিকার করে, এক পর্যায়ে ৪ -১ ২০২৩- ইং তারিখে ৬০ লাখ টাকা থেকে ১৬ লাখ টাকা ফিরিয়ে দেয়,
এই বিষয় নিয়ে, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের এডিশনাল এসপির কাছে সাংবাদিক রা জানতে চাইলে তিনি বলেন, সার্জেন শফিউল আজম শোভন বর্তমানে এখন, সাময়িক বরখাস্ত আছে। এবং তার বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেলে আমরা বিভাগীয় আইন গত ব্যবস্থা নেব। এর বেশি কিছু বলতে চাই না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন