প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনার শুভাকাঙ্খীদের মাঝে প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি। মূল্য মাত্র ২০০//টাকা। যদি কেউ আমার লেখা ১/”মুজিব আদর্শে” “মুজিব বর্ষে” গল্প প্রবন্ধ অথবা ২/কুমার নদীর বাঁকে কাব্যগ্রন্থ বই নিতে চায় তাহলে, ঠিকানা মোবাইল নাম্বার লিখে এই ইনবক্সে দিতে হবে, অথবা 01715637708 মোবাইল নাম্বারে এসএমএস দিতে হবে। তাহলে সংশ্লিষ্ট ঠিকানায় ডাক যোগে বই পৌঁছে দেয়া হবে। বই পেয়ে বইতে উল্লেখিত বিকাশ নম্বরে টাকা দিলে হবে। ভাই হিসেবে সহযোগিতা কামনা করছি ও দোয়া চাচ্ছি। বিস্তারিত জানতে ফোন করুন লেখক ইন্সপেক্টর সেলিম মিয়া নারায়ণগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম 01715637708