শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জরুরী বিজ্ঞপ্তি ! জরুরী বিজ্ঞপ্তি ! জরুরী বিজ্ঞপ্তি ! ২৮/০৯/২০২০ইং——-নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম(NDJF) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী এক সিদ্ধান্তক্রমে..

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | ৭:০৬ অপরাহ্ণ

জরুরী বিজ্ঞপ্তি ! জরুরী বিজ্ঞপ্তি ! জরুরী বিজ্ঞপ্তি !  ২৮/০৯/২০২০ইং——-নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম(NDJF) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী এক সিদ্ধান্তক্রমে..

এত দ্বারা সকল সন্মানীত উপদেষ্টামন্ডলী ও সন্মানীত সদস্য মন্ডলীদের কে জরুরী ভিত্তীতে জানানো যাইতেছে যে,নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সংগঠনকে গণতান্ত্রিক পদ্ধতিতে রুপান্তরিত করতে, নির্বাচনে নিশ্চিত অংশগ্রহণ করার লক্ষে, ভোটার ও প্রার্থী হওয়া নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর আইডি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হইবে।অতিসত্বর যোগাযোগের জন্য অনুরোধ করা হল।যোগাযোগের মাধ্যমে সংগঠনের চাহিদা মোতাবেক তথ্যবিবরণ মেসেন্জারে অথবা নিম্নে মহাসচিব মহোদয়ের মোবাইল নাম্বারে অবশ্যই পেশ করুন, সংগঠনের নিজ দায়িত্বে আইডিকার্ড পৌছানো হইবে।

(বিঃ দ্রঃ বর্তমানে শুধুমাত্র দু ধরনের আইডি কার্ড বিতরণ করা হইবে ১/ উপদেষ্টা ২।সদস্য। তবে এখানে উল্লেখ্য থাকে যে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সংগঠনের শুধুমাত্র আইডিকার্ড প্রাপ্ত উপদেষ্টা ‍ও সদস্য উভয়ই ভোটার ও প্রার্থী হওয়ার অধীকার থাকিবে এবং অত্র সংগঠনের আইডিকার্ড প্রাপ্তিরাই সদস বলে গণ্য হইবে। গনতান্ত্রিক নির্বাচনের যারা বিজয়ি হবেন নির্বাচনের পরে তাদেরকে পদপদবীর আইডি কার্ড পুনরায় বিতরণ করা হইবে।যোগাযোগ করে আইডিকার্ড সংগ্রহ করা না হলে সদস্য পদ বাতিল বলিয়া গণ্য হইবে)

পাঁচ ওয়াক্ত নামাযের জামাতের সময় যোগাযোগ না করার অনুরোধ করা হল।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম”

(একটি অরাজনৈতিক সেবামূলক সাংবাদিক কল্যান সংগঠন)

মহাসচিব

০১৯৫৪৬৪৬৭০৪




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন