নারায়ণগঞ্জের ’একটি অনলাইন নিউজ পোটালে ১৬ই অক্টোবর ২০২৪ তারিখে কাঁচপুরে র্যাব ও ডিবি পুলিশের সোর্স পরিচয়ে শহীদ বেপরোয়া ’ শিরোনামে প্রকাশিত সংবাদের মধ্যে আমার নাম জড়িয়ে গণমাধ্যমের অনলাইন ভার্সনে একটি সংবাদ প্রকাশিত হয়। যা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও সত্যের অপালাপমাত্র। গণমাধ্যম সমাজের দর্পণ। সত্যকে মানুষের সামনে তুলে ধরা এ মাধ্যম। কিন্তু এ ধরনের উদ্ভট, অলীক ও কল্পনাপ্রসূত সংবাদ কীভাবে প্রকাশ পায় সেটা বোধগম্য হচ্ছে না।
একপেশে সংবাদ পরিবেশন করে সাংবাদিকতার নীতি পরিপন্থি কাজ করেছেন; যা কাম্য নয়।তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
উক্ত সংবাদটিতে আমি মোহাম্মদ মোমেন প্রধানের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচারিত হওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি কুচক্রি মহল এলাকায় চাঁদাবাজি মাদক সন্ত্রাসী কার্ন্ডকান্ড পরিচালনা করতে না পেরে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুর্ণ করার হীন উদ্দেশ্যে এমন মিথ্যা, বানোয়াট তথ্য সংবাদ মাধ্যমে পরিবেশন করিয়েছেন। আমি মোহাম্মদ মোমেন প্রদান অত্র এলাকার বাসিন্দা হিসাবে অত্যন্ত সুনামের সহিত বসবাস করে আসছি।
নিজস্ব ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে জীবিকা নির্বাহ করি এবং রাজনীতির সঙ্গে জড়িত। আমরা স্থানীয় বাসিন্দা হওয়ায় এলাকায় সামাজিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমত সময় এবং অর্থ ব্যয় করি। এতে আমাদের সামাজিক মর্যাদা ও সুনামে ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট পপাগান্ডা প্রচার করছে।
তাছাড়া অত্র এলাকায় যারা সন্ত্রাসী ও চাঁদাবাজি করছে তাদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে। আর ঐ তালিকা থেকে নিজেদেরকে বাচাঁতে এমন অপরাধে আমাদের নাম ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। আমরা এমন হীনমানসিকতার কর্মকাণ্ড ও মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মোমেন প্রদান
কাচপুর সোনাপুর
সোনারগাঁও নারায়ণগঞ্জ