![দৈনিক নারায়ণগঞ্জের ডাক](https://dailynarayanganjerdak.com/media/2021/05/dailynarayanganjerdak-Footer-Logo-2021.png)
নাজমুল হাসানঃ
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে
শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিবারের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের পুলিশের মিথ্যা ও গায়েবি মামলায় যারা নির্যাতিত হয়েছে এসব মামলা এখনো নিষ্পত্তি হয়নি। এসব মিথ্যা মামলা যেন নিষ্পত্তি হয়ে যায় এজন্য সবাইকে জোর গলায় কথা বলতে হবে। আমাদের নিজেদের ভাগ্য আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে, দেশ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা, ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নুরু (ভিপি নূর) সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ।
চলমান বিশ্বে সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিমার্জন, প্রহসনের কারিকুলাম বর্জন ও শিক্ষক সমাজের সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন ঘটে আলোচনায়। বিশেষত, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মানে শিক্ষকদের অবদান, শিক্ষকতায় জীবিকার যৌক্তিক সংস্থান এবং চলমান বিশ্বের সাথে শিক্ষা ব্যবস্থা কে তালমিলিয়ে এগিয়ে নিতে শিক্ষকদের অবস্থান সহ প্রভৃতি বিষয়াদি ছিল আলোচনার কেন্দ্র বিন্দু।
উক্ত আলোচনা সভার, সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান, বৃহত্তর কুমিল্লা বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত মহাসচিব মো. জাকির হোসেন।