সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারের পূজা উদযাপন একটু ভিন্ন ধরনের—ডিসি জসিমউদ্দিন

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ৪:৩৫ অপরাহ্ণ

এবারের পূজা উদযাপন একটু ভিন্ন ধরনের—ডিসি জসিমউদ্দিন

বিশেষ প্রতিনিধি:  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেছেন, যারা এখানে এসেছেন  মায়-বোনের সমতুল্যসহ সবাইকে জানাই শারদীয় দুর্গার শুভেচ্ছা। এবারের পূজা উদযাপন একটু ভিন্ন ধরনের।  কারন আমরা করোনা মোকাবিলার মধ্য দিয়ে যাচ্ছি। অতএব আমাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা যেটা বলি দুর্গতিনাশিনী এর মধ্য দিয়ে করোনাকে নাশ করতে হবে। আরেকটা দুর্গতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা যেটা আমার ছোট বোন ও মায়েরা অনিরাপত্তায় রয়েছে। সেব্যাপারেও মাননীয় প্রধাণমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার(২৪অক্টোবর) শারদীয় দুর্গা উৎসবের অষ্টমীতে বন্দর উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আপাতত সকলেই আমরা মাস্ক পড়ব। এভাবে সবাই একসাথে (সকল ধর্মের) মিলেমিশে থাকব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনারবাংলা গড়ে উঠবে। সকলকে আবারো শারদীয় শুভেচ্ছা জানাই।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর হোসেন৷ নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিপক কুমার দাস,সাধারণ সম্পাদক শিপন কুমার শিখন,মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, বন্দর সভাপতি সংকর দাস ও সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস।
বন্দর দিঘলদীস্থ রক্ষাকালী মন্দিরে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মন্দিরের সাধারণ সম্পাদক জয়দেব দাস, কোষাধ্যক্ষ সম্বু দাস,গবিন্দ চন্দ্র দাস,প্রতিত দাস, নরেশ দাস, রমেশ দাস, মহাদেব দাস, জীবন দাস, কিরন দাস, ইমন দাস প্রমূখ।



সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন