বিশেষ প্রতিনিধি: এনায়েতনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বিগত দশ বছর যাবত বীনা প্রতিধন্ধীতায় বহাল তবিয়তে নেতৃত্ব দিচ্ছেন এমন নেতৃত্ব এখন আর কেউ চায়না।
সিলেকশন নয়, এবার হবে ইলেকশন এমন শ্লোগানকে সামনে রেখে গাবতলীর কৃতি সন্তান জনদরদী মনিরুল আলম মনির আগামী ইউপি নির্বাচনে একজন পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া চেয়েছেন। তিনি বিদেশে থেকেও গাবতলীর সর্বশ্রেণীর লোকজন দের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রতি নিয়ত। বিশেষ করে গাবতলী এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজমান, তাই দিন বদলের লক্ষ্যে নতুন মুখের সন্ধানে এলাকাবাসী কানা ঘুষায় ত্বতপর,বয়োজ্যেষ্ঠ মুরব্বিগন,যুব সমাজ,মহিলা,কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উদীয়মান নতুন ভোটার রা পরিবর্তন চায়,এটাই সকলের চাওয়া ও প্রত্যাশা। তাই নতুন মুখের তালিকায় সবার শীর্ষে আলোচনায় উঠে আসছেন গাবতলীর কৃতী সন্তান প্রয়াত শফি মেম্বার ও মুক্তি যোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ্ মেম্বারের সুযোগ্য উত্তর সূরী কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, মানবতার সেবায় পুরস্কার প্রাপ্ত, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক ফোরাম ফতুল্লা থানা শাখা কমিটির সভাপতি জনাব মনিরুল আলম মনির কে ৯ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে নির্বাচীত করতে গাবতলী এলাকাবাসীর মাঝে জোড়ালো কন্ঠে প্রতিধ্বনিত হচ্ছে।
টেলিফোনে বার্তায় মনিরুল আলম মনির জানান, এলাকাবাসী আমাকে চাইলে, মন প্রান,অর্থ, ভালো বাসা, ও মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিব এবং এলাকাবাসীর পাশে থেকে মানব সেবা ও উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাবো আজীবন ইনশাআল্লাহ।