মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

করোনায় ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যুতে আড়াইহাজারে শোকের ছায়া

বুধবার, ২৮ জুলাই ২০২১ | ৭:০৮ অপরাহ্ণ

করোনায় ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যুতে আড়াইহাজারে শোকের ছায়া

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠিতে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) মারা গেছেন(ইন্না লিল্লাহি… রাজিউন)। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়, হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং তিনি ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী।
ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।’

বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
তাঁর মৃত্যুতে দেশের বিচারালয়ে শোকের ছায়া নেমে আসে।আড়াইহাজারের এই কৃতিসন্তানের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু,মেয়র সুন্দর আলী, শিক্ষক, সহপাঠী সহ সর্বস্তরের মানুষ। সানিয়া আক্তারের মৃত্যুর সংবাদে আড়াইহাজারে শোকের ছায়া নেমে এসেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন