শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চাঁদার দাবীতে নবনির্মিত কারখানার ৫০ ফুট ওয়াল ভেঙ্গে দিয়েছে দুস্কৃতকারীরা।

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৬:৩৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে চাঁদার দাবীতে  নবনির্মিত কারখানার ৫০ ফুট ওয়াল ভেঙ্গে দিয়েছে দুস্কৃতকারীরা।

দৈনিক নারায়নগঞ্জের ডাকঃ আড়াইহাজারে প্রকাশ্যে দিবালোকে চাঁদার দাবীতে রকি গ্রুপের একটি নবনির্মিত কারখানার ৫০ ফুট ওয়াল ভেঙ্গে দিয়েছে দুস্কৃতকারীরা।

জানাযায়, উপজেলার ঝাউগড়া এলাকায় ১০ জানুয়ারি রবিবার দুপুরে টেক্সি কিং টেক্সটাইল কোম্পানীর প্রাঃ লিমিটেডের এর একটি নুতন খারখানার ওয়াল নিমার্ণের কাজ চলছিল। ওই সময় শ্রমিকরা কর্মবিরতি দিয়ে দুপুরের খাবার খেতে যান। তখন ৩টি মটর সাইকেল যোগে ৮/৯ জন মূখোশ পড়িহিত দুস্কৃতকারী এসে নবনির্মিত প্রায় ৫০ ফুট ওয়াল ভেঙ্গে নিছে ফেলে দেয়। পরে তারা শ্রমিকদের শোয়ার রোমে এবং কোম্পানীর অফিসে তালাবদ্ধ করে দিয়ে চিল্লাইয়া চাঁদা দাবী করে। না দিলে এখানে কোন স্থাপনা করতে দেওয়া হবে না বলে জানিয়ে দুস্কৃতিকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এসময় ঘটনাস্থলে কোম্পানীর কোন কর্মকর্তা উপস্থিত ছিলনা। পরে শ্রমিকরা ঘটনাটি মোবাইলে কোম্পানীর প্রজেক্ট ইঞ্জিনিয়ার সুমনকে জানালে তিনি ঘটনাস্থলে আসেন। ইঞ্জিনিয়ার সুমন জানান, দুস্কৃতকারীদের মুখোশ পড়িহিত থাকার কারনে শ্রমিকরা তাদের চিনতে পারেনী। এ ব্যপারে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন