..২৫/০৯/২০ইং রোজ শুক্রবার দুপুর ১.১০ মিনিটে নারায়ণগঞ্জ,রুপগঞ্জ,দাউদপুর,পুটিনা গ্রামে বর্তমান সরকারের মাননীয় বিমান প্রতিমন্ত্রী সুপ্রিম কোর্টের এডভোকেট জনাব মাহাবুবুর রহমান সাহেবের চাচা শ্বশুর, জনাব মেজর কিবরিয়ার সাহেবের চাচা, জনাব চেয়ারম্যান পিন্টু সাহেবের চাচা, সাখাওয়াত,শাহাদাত,সালেহার বাবা আমার শ্বশুর মাহামুদ হোসেন ভূইয়া শেষ নি:শ্বাস ত্যাগ করেন।তাহার জানাযা সম্পন্ন হয়েছে বাদ মাগরিব। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
—-আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমিন।আল্লাহ হুম্মা আমিন।
——সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ.এস.এমজিয়াহায়দার(জিয়া)।
মদনগঞ্জ।বন্দর।নারায়ণগঞ্জ।০১৭২৬৬১৫৭৮৪