মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

এবার “না লকডাউন না শাটডাউন “আসতে পারে কঠোর থেকে কঠোরতম ১৪৪ ধারা

রবিবার, ১১ জুলাই ২০২১ | ৫:৫৯ অপরাহ্ণ

এবার “না লকডাউন না শাটডাউন “আসতে পারে কঠোর থেকে কঠোরতম ১৪৪ ধারা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর থাকলেও মানছে না ব্যবসায়ীরা এনারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা আওতাধীন কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর সোনারগাঁ প্রশাসন ,ইউ এন ও, এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা রেঞ্জ পুলিশ, সোনারগাঁ থানা পুলিশ, সোনারগাঁ হাইওয়ে পুলিশ সহ নানাভাবে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোরতা বিরাজমান থাকলেও মানানো যাচ্ছে না ইঞ্জিন চালিত মোটর যান, দোকানদার, ব্যবসায়ীগণ, চাকুরীজীবী, ইত্যাদি লোকজনের নানা ব্যস্ততার কারণে বাজার ঘাটে
অফিস-আদালত কর্মসন্ধান নানা কৌশলে যে যেভাবে পারছে রোডে বের হচ্ছে।

এমনই ক্লান্তিলগ্নে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ নানা সংস্থা থেকে কঠোর থেকে কঠোরতর অবস্থান যাওয়ার সিদ্ধান্ত যেতে পারে যেকোনো সময় সরকার।

এই মহামারী করুনা ভাইরাসে জনগণের নিরাপত্তার জন্য ,মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার জন্য মৃত্যুর লাশ দীর্ঘায়িত না হওয়ার জন্য সরকার “না লকডাউন” “না শাটডাউন” এবার দিতে প্রস্তুত ১৪৪ ধারা (কারফিউ)

জনগণের নিরাপত্তার দিক তাকিয়ে সরকার এবার কঠোর অবস্থানে যেতে বাধ্য অন্যথায় দিন দিন মৃত্যুর হার মৃত্যুর মিছিল নিশ্চিত।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন