শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জ ’ ট্রাফিক বিভাগে গত মাসে যানবাহনে১৬৯২মামলা,জরিমনা ৫৪ লাখ,আদায় ৪৮ লাখ টাকা

মঙ্গলবার, ০২ মার্চ ২০২১ | ৫:৩৪ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ ’ ট্রাফিক বিভাগে গত মাসে যানবাহনে১৬৯২মামলা,জরিমনা ৫৪ লাখ,আদায় ৪৮ লাখ টাকা

মোঃ আমির হোসেন সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের ১১ জন ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টরা গত ফেব্রুয়ারি মাস ২০২১ সালে ১৬৯২ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় জরিমানার পরিমান দাঁড়িয়েছে ৫৪ লাখ পঁচাশি হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে মামলার নিষ্পত্তি হয়েছে ১৪৮১ টি এবং জরিমনা আদায় করা হয়েছে ৪৮ লাখ চৌষট্টি হাজার ৫০০ টাকা।২১১ টি যানবাহন মামলার জরিমানা আদায় নির্দিষ্ট সময়ে করেনি বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ট্রাফিক বিভাগের প্রসিকিউসনে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট শোভন। নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিপিএম (বার)এর দিক নির্দেশনায় জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন এ,এস.এম, কামরুল ইসলাম বেগ এর সঠিক পথ পরিক্রমায় জেলা ট্রাফিক বিভাগ অত্যন্ত গতিশীলভাবে কাজ করছে । নারায়ণগঞ্জ জেলায় ১১ জন ট্রাফিক ইন্সপেক্টর এবং কেশ কয়েকজন সার্জেন্টরা তাদের কর্মদক্ষতায় সড়ক ও মহাসড়কে প্রতি মাসে যানবাহনের ড্রাইভার কাগজপত্রে ত্রুটিহীন ১২৮ লাইসেন্স বিহীন, এবং ৯৮০ টি মোটর সাইকেল আরোহীর হেলমেট না থাকায়, রং পার্কিং সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে যাচ্ছেন যানবাহনের বিরুদ্ধে।
এদিকে শিমরাইলমোড়ে (চিটাগাং রোড ) কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর টিআই আব্দুল করিম বলেন, টিআই প্রশাসন কামরুল ইসলাম বেগ এর সঠিক দিক নির্দেশনায় অত্যন্ত সুচারুভাবে আমরা কাজ করে যাচ্ছি। টিআই প্রশাসন কামরুল ইসলাম বেগ এর কঠোর ও সুদক্ষ পরিচালনা এবং অবস্থানের কারণে প্রতি মাসে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।যানবাহনের জরিমানার টাকা সময়মত আদায় করা হচ্ছে । এ সম্পর্কে জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন এ,এস.এম, কামরুল ইসলাম বেগ বলেন,নারায়নগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিপিএম(বার) এর সঠিক দিক নির্দেশনায় ট্রাফিক বিভাগকে সুদক্ষ ও কর্মঠ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ট্রাফিক বিভাগে লোকবল অপেক্ষাকৃত কম থাকার কারণে আমরা মামলা ও জরিমানা একটু কম হচ্ছে কিন্তু নারায়নগঞ্জ ট্রাফিক বিভাগ গত মাসে সবোর্চ্চ জরিমানা ও আদায় করতে সক্ষম হয়েছে বলে টিআই কামরুল ইসলাম বেগ জানিয়েছেন। তিনি আরও বলেন,আমরা ত্রুটিপূর্ন যানবাহনকে মহাসড়কে উঠলে জরিমানা ও মামলা দিচ্ছি, প্রতি মামলার সংখ্যা ও জরিমানাাও আরও বেশী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন