বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

প্রতিবেদক কে দেখে নেয়ার হুমকি,ও ভবন মালিককে রাজউকের নোটিশ

বুধবার, ০৯ জুন ২০২১ | ১:৫১ অপরাহ্ণ

প্রতিবেদক কে দেখে নেয়ার হুমকি,ও ভবন মালিককে রাজউকের নোটিশ

বিশেষ প্রতিনিধি : নারাঙ্গঞ্জ সিটির ৩নং ওয়ার্ড লন্ডন মার্কেট এলাকায়, বিশ্বপাল নামের এক লোক, ঝুঁকিপূর্ণ ৭তালা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে,রাজউক এর অনুমদন ছাড়াই কোনোরকম ভবন নির্মাণের নীতিমালার তোয়াক্কা না করেই নিরবিঘ্নে চালিয়ে যাচ্ছে নির্মাণ কাজ, এ জেনো বাংলাদেশের প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,নিজের ক্ষমতার দাপটে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে,লাগামহিন এই বিশ্বপাল, প্রাথমিক অনুসন্ধানে জানতে পারি তিনি পুরান ঢাকার একজন প্রভাবশালী ব্যাবসায়ী,ভবনের এই অনিয়মের বিষয়ে মুঠো ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি কোনও অনিয়ম করেনি, পাইলিং ছাড়া কি ভাবে ৭তালা বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে জান,বলেন আমি পরে কথা বলবো,পরবর্তীতে যোগাযোগ করলে তিনি বিভিন্নও ভাবে প্রতিবেদক কে প্রলোভন দেয় আকর্ষণীয় অফার দেয়ার চেষ্টা করে,তাতে কোনোপ্রকার লাভ না হওয়ায়,এলাকার কিছু লোক দিয়ে ও রানা নামের এক অজ্ঞাত সন্ত্রাসীর দাঁরা প্রতিবেদক কে দেখে নেয়ার হুমকি দেয়,ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে যানাযায় তারা কোনও (বি/১৪৭),ভবনের কোনও অনুমোদন/ছাড়পত্র, পত্র প্রদান করেন নাই,এবং এই ভবনের বিষয়ে তারা অবগত না,বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে দৈনিক নারায়ণগঞ্জের ডাক ডটকম কে জানায়, রাজউক এ খোঁজ নিলে তারাও বিষয়টি জানেন না বলে আমাদের জানান, ভবন টিতে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি,অয়াল্টনের বিক্রয় কেন্দ্র, বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার,ব্যাংক, ও আবাসিক পরিবারের বসবাস,যেখানে এলাকার মানুষ ও ওই ভবনে বসবাস কারি মানুষ শিশু বাচ্চা গুলো, জীবনের হুমকিতে আছে,এই ভবনের বিরুদ্ধে দ্রুত বাবস্থা না নিলে খুব তাড়াতাড়ি জাঁতি রানা প্লাজার মতো আরও একটি বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী হইবে। এলাকাবাসির আবেদন সরকার এই ঝুঁকিপূর্ণ ভবনটির বিরুদ্ধে অতিসত্বর বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা নিবেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন