
সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড মিনার মসজিদ সংলগ্নে ‘বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের’ দোকান কর্মচারী মো: রফিকুল ইসলামকে স্থানীয় উগ্রপন্থি সন্ত্রাস সাজ্জাদ বাহিনী বেদরক মারপিট করে গুরুত্বর আহত করেন। গতকাল বুধবার (২৪ মার্চ) রাত ১০ ঘটিকার সময় আলিমুল ইসলাম নামে এক ব্যক্তি ’তৈল পরোটার অর্ডর করতে আসেন। দোকান কারিগর মো: রফিকুল ইসলাম(৩৫) পিতা রইস উদ্দিন তৈল ছাড়্রা পরোটার কথা বলেন দেওয়া যাবে। অন্যথায় এখন দোকান বন্ধের সময় হয়েছে ‘তৈল পরোটা দেওয়া সম্ভব নয়। এক পর্যায় কাস্টমার আলিমুল নামের ব্যক্তি উগ্রপন্থি হয়ে বলেন তৈল পরোটা দিতে হবে।
এমন সূত্রধরে ফোন করে উগ্র সন্ত্রাস পন্থি সাজ্জাদ(৩০) ও অনিক(২৮) পিতা অজ্ঞাত, সাং শিমরাইল টেকপাড়া এলাকার লোকজন এনে নিরীহ দোকান কর্মচারী রফিকুলকে তাঁদের হাতে মারপিটের স্বীকার হতে হয়। এতে করে রফিকুল ইসলাম তাঁদের মারপিটের আঘাতে গুরুত্বর আহত অবস্থায় ‘চিটাগাংরোড সুগন্ধ্যা হসপিটালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, এমন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ কর্মচারী রফিকুলকে নির্মম ভাবে মারপিট করা হয়। যা দেখে দোকানী কাস্টমার ও পার্শ্ববর্তী পথচারীরাও ভয়ভীতি পেঁয়ে কেহ ছুটাতে আসেনা। তাই রফিকুল ইসলামকে সাজ্জাদ-অনিকসহ আরো কয়কেজন মিলে দোকানের ইস্টিলের চেয়ার দিয়ে মারপিট করে গরুত্বর আহত করেন।
এবিষয়ে দোকান মালিক রাজু হোসাইন সাংবাদিকদের জানান, আমার দোকানের একজন সাধারণ কর্মচারীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেদরক মারপিট করেন। এর আইনগত ভাবে সঠিক বিচার চাই।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মো: মশিউর রহামান মারপিটের খবর পেঁয়ে ঘটনাস্থলে তাঁর নেতৃত্বে পুলিশের এসআই তৌহিদ নামে তাকে সরেজমিনে পাঠান।
এসআই তৌহিদ মারপিটের ঘটনাস্থল পরিদর্শন করে সত্য’তা নিশ্চত হয়ে। বাদী পক্ষের অভিযোগের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানান ।