সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

বন্দরে বিনামূল্যে  কোভিড-১৯ ভ্যাাক্সিন রেজিষ্ট্রেশন কর্মসূচি পালন

সোমবার, ১৫ মার্চ ২০২১ | ৯:০৬ অপরাহ্ণ

বন্দরে বিনামূল্যে  কোভিড-১৯ ভ্যাাক্সিন রেজিষ্ট্রেশন কর্মসূচি পালন

বন্দর প্রতিনিধি  :  মহামারি করোনা ভাইরাসে সংক্রমণের সারাদেশের নেয় কোভিড ১৯ ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কর্মসূচি কার্যক্রম শুরু করে বন্দর থানাধীন উত্তর নোয়াদ্দা কমিউনিটি ক্লিনিক যুব একটি সামাজিক সংগঠনের উদ্যোগে  বিনামূল্যে কোভিড -১৯ ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কর্মসূচি কার্যক্রম শুরু করে।

উক্ত কর্মসূচি উদ্ভোদন উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআফজাল হোসেন ২২.২৩,২৪ মহিলা কাউন্সিলর শাওন অকংন।যুব একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহতাব হোসেন সাইমন,যুব একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মনঞ্জুর মোরশেদ সুমন।যুব একটি সামাজিক সংগঠনের সভাপতি মেহতাব হোসেন সাইমন জানান,এই সংগঠন টি অরাজনৈতিক সংগঠন আমরা মানব সেবার জন্য সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছি মাহামারি করোনা ভাইরাস সংক্রমণের সময় ও দেশ যখন লকডাউন অসহায় মানুষের পাশে আমার সংগঠনের সেচ্ছাসেবীদের নিয়ে মাঠে কাজ করি নিজ অর্থায়নে ত্রান সামগ্রী বিতরণ করি এমন কি মাক্স হ্যাক্সিসল ও হ্যান্ড ওয়াস বিতরণ করি এবং জন সচেতনা মূলক লিফলেটে ভিতর করে মানুষ কে সচেতন করার লক্ষ্যে কাজ করেছি।এমন কি গরিব মেধাবী শিক্ষার্থীরা যেন টাকার জন্য পড়া লেখা করতে পারে না তাদের পাশে আমি ও আমার সেচ্ছাসেবীরা সহযোগিতা করে থাকি ভবিষ্যৎ ও করবো।

তিনি আরো বলেন যুব একটি সামাজিক সংগঠনের সকল স্বেচ্ছাসেবী ও সদস্যরা সব সময় অসহায় মানুষের পাশে আছে থাকবে, এবং বিনামূল্যে  কোভিড -১৯ ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কর্মসূচি কার্যক্রম শুরু করি কারন হাসপাতালে গিয়ে মানুষ লাইনে দাড়িয়ে রেজিষ্ট্রেশন করাবে তাই তাদের কথা চিন্তা করে ২৪ নং ওয়ার্ড উত্তর নোয়াদ্দা কমিউনিটি ক্লিনিকে আমারদের যুব একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কোভিড ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কর্মসূচি কার্যক্রম হাতে নেই।

সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রেজিষ্ট্রেশন টিকা কার্ড কর্মসূচি খুলা থাকবে।যুব সামাজিক সংগঠনের সভাপতি মেহতাব হোসেন সাইমন আরো বলেন আপনা কেউ ভয় পাবেন না করোনার ভ্যাক্সিন নিতে। নির্বভয়ে আপনার ভ্যাক্সিন। যুব একটি সামাজিক সংগঠনের সবাই সব সময় মানব সেবায় কাজ করে যাচ্ছে।আরো উপস্থিত ছিলেন যুব একটি সামাজিক সংগঠনের সদস্য রোহান, স্বরনী,ফারিয়া,সারহান,তানভীর, স্বপ্নিল,শাকিল,পিয়াল,আপন,রুমন,মামুন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন