বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Home » Slider »

পহেলা ফাল্গুনের সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা জানালেন – সাত্তার সরকার

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ৪:৩৬ অপরাহ্ণ

পহেলা ফাল্গুনের সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা জানালেন – সাত্তার সরকার

কোকিল কুহু কুহু স্বরে যদি না ডাকে, ফুল যদি কুড়ি হয়ে বসে থাকে, বাসন্তী সাজে না সাজে, তাই কি ঋতুরাজ বসে থাকতে পারে। সমীরণের মৃদু হাওয়ায় ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত। যুবলীগ নেতা সাত্তার সরকার’র  পক্ষ থেকে  সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা।

পহেলা ফাল্গুন, বসন্তের উৎসব দিনটিকে বরণ করতে বাহারী রঙের ফুলের নানান আয়োজনের মধ্যদিয়ে সবাই বরণ করে থাকে বসন্ত উৎসব। ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারী দিনটিকে ভালোবাসা দিবস হিসেবেও পালন করা হয় সারা বিশ্বে।

রবিবার (১৪ ফেব্রুয়ারী)  এক সাক্ষাৎকালে পহেলা ফাল্গুন বসন্তের উৎসব বরণ করে
কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে   বাসন্তীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার।

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পরুক সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নিক্কন, প্রকৃতির মিলন, এ সব বসন্তেই। তাই বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব।

মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা। তাই কবিও ব্যক্ত করেছেন, ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলার নতুন কিছু।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন