সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করে – তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়! নজরুল ইসলাম বাবু (এম পি)

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | ৫:২২ অপরাহ্ণ

স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করে – তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়!  নজরুল ইসলাম বাবু (এম পি)

নিজস্ব পতিবেদক,

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলন মেলা অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে! স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি বলেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা আড়াইহাজার উপজেলার প্রত্যেকটি মানুষের কাছে আস্থার জায়গায় পরিনত হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসায়মা আফরোজ ইভার নেতৃত্বে ডাক্তার’রা আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বলেই, আড়াইহাজারের মানুষ প্রতিদিন হসপিটালটিতে ভীর জমায়। আগে আমি যেই দিন সরকারি হসপিটাল আসতাম ঐদিন বাসায় গিয়ে খাবার খেতে পারতাম না বাজে গন্ধের জন্য।আর এখন হসপিটালের পরিবেশ পরিবর্তন হয়েছে। সিভিল সার্জন আসে, সপ্তাহে সপ্তাহে, ডিজি হেলথ থেকে পরিচালক আসে, এমপি আসে, মন্ত্রী ও আসবে।মন্ত্রণালয়ে প্রশংসা হয় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

ডাঃসায়মা আফরোজ ইভা যোগ্য পিতার যোগ্য সন্তান বলেই আড়াইহাজারে সরকারি হসপিটাল ঢাকা ডিভিশনে ৩য় হয় সারা বাংলাদেশে হয় ১৭তম
চেয়ারে সৎ ও যোগ্য লোক বসলে ডিপার্টমেন্টের- উন্নয়ন হবে এগিয়ে যাবে।আর স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করে তারা বসলেই ধ্বংস হয়ে যায় সব কিছু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে বুকে ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধহয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।যেমন ভাবে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনাভাইরাস এর সময় যখন লক ডাউন ছিলো আড়াইহাজারের যেই খানে যাইতাম সেখানেই।সবুজ ড্রেস পড়া স্বাস্থ্য সহকারী দের দেখতাম নিরলস ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস এর সময় যখন বে সরকারি হসপিটাল গুলোতে ডাক্তার’রা রোগী দেখে নাই তখন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার গন( পি পি ই) পরে রুগী দেখতেন। এম্বুলেন্স করে হাতে মাইক নিয়ে মানুষকে সচেতন করতেন।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সহকারী চিকিৎসক অনেক নার্স স্বাস্থ্য সহকারী সহ অনেকে আক্রান্ত হয়েছে।

১৯৭১ এর মুক্তি যোদ্ধাদের যেমন ভাবে বাংলাদেশের মানুষ মনে রেখেছে ঠিক তেমনি ভাবে,২০২০এর চিকিৎসকদের বাংলাদেশের মানুষ মনে রাখবে।আপনারা ভালো থাকুন সুস্থ্য থাকুন।

অনুষ্ঠানে ডাঃসায়মা আফরোজ ইভার সভাপতিত্বে ও ডাঃআশরাফুল আমীন এর সঞ্চালনায় আরও বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক পঃপঃ কর্মকর্তা ডঃহাবীব ইসমাইল ভূইয়ার আবাসিক মেডিকেল অফিসার ডাঃআশরাফুল আমীন, ডঃচেমন আরা, ডাঃআরিফ ভূইয়া, ডাঃউত্তম কুমার দাস গুপ্ত, ডাঃগোলাম দস্তগীর প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, মাহবুবুর রহমান রোমান প্রমুখ!




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন